প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

১৭ ব্যাংকের খেলাপি ১০ শতাংশের নিচে

ব্যাংক খাতে খেলাপি ঋণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদেই ১২ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। গত বছরের জুনে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। যদিও সেই হিসাব নিয়েও ছিল বিশ্বাসযোগ্যতার ঘাটতি।

সমকাল

পুলিশের জন্য বড় অঙ্কের কেনাকাটার আয়োজন

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশের জনবল, অবকাঠামো, থানা, যানবাহন ও সরঞ্জামের বড় ধরনের ক্ষতি হয়। ফলে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে; আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন সামনে। নির্বাচনকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য বড় কেনাকাটার আয়োজন চলছে।

বণিক বার্তা

শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব

কর্মসংস্থানের উদ্দেশে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১০ লাখ ৭৬ হাজার বাংলাদেশী। যার প্রায় ৬৭ শতাংশ কর্মী ভিসায় গিয়েছেন সৌদি আরবে। এর বাইরে বাকি কর্মীদের অধিকাংশ গেছেন সিঙ্গাপুর, মালদ্বীপসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে। দেশে ক্ষমতার পালাবদলের পর বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ শ্রমিক প্রেরণ, বন্ধ শ্রমবাজার চালু করা এবং নতুন শ্রমবাজারের সন্ধান ছিল অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা। কিন্তু দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরবকেন্দ্রিক হয়ে পড়েছে। বন্ধ অনেক শ্রমবাজার উন্মুক্ত হয়নি।

প্রথম আলো

দেশে ক্ষুদ্রঋণ ব্যাংক করার উদ্যোগ

দেশে প্রথমবারের মতো ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যাংকের কাজ হবে মূলত নতুন ক্ষুদ্র উদ্যোক্তা ও বর্তমান ক্ষুদ্র প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া।

ক্ষুদ্রঋণ ব্যাংক সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারবে। এখনকার ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি সংস্থা বা এনজিওগুলো সদস্যদের কাছ থেকে সঞ্চয় হিসেবে আমানত নিতে পারে। তবে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাংকের মতো আমানত সংগ্রহ করতে পারে না।

বিবিসি বাংলা

বার্ড ফ্লু কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে- ধারণা দিলেন ভারতীয় বিজ্ঞানীরা

বার্ড ফ্লু, যা কিনা এইচফাইভএনওয়ান নামেই বেশি পরিচিত - তা এক সময় পাখি থেকে মানুষের শরীরে বিপজ্জনকভাবে সংক্রমিত হয়ে বৈশ্বিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করতে পারে বলে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা।

ইনফ্লুয়েঞ্জার একটি ধরন- এভিয়ান ফ্লু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে স্থায়ীভাবে গেড়ে বসেছে। ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রথমবারের মতো চীনে শনাক্ত হওয়ার পর থেকে কখনো কখনো মানুষকেও সংক্রমিত করেছে।

বণিক বার্তা

পাঁচ মাসে নিটওয়্যারের নেতিবাচক রফতানি প্রবৃদ্ধি

নিটওয়্যার ও ওভেন—মোটাদাগে এ দুই ধরনের পোশাক বিশ্ববাজারে রফতানি করে বাংলাদেশ। এসব পোশাক রফতানিতে গত অর্থবছরে বাংলাদেশের মূল্য সংযোজনের হার ছিল ৫৯ শতাংশ। স্থানীয় উৎস থেকে পোশাকের কাঁচামাল উৎপাদন সক্ষমতা বিবেচনায় ওভেনের চেয়ে নিটওয়্যার পোশাক পণ্যের মূল্য সংযোজন সক্ষমতা বেশি। কিন্তু চলতি অর্থবছরের পাঁচ মাসে নিটওয়্যার রফতানির প্রবৃদ্ধি নেতিবাচক।

আজকের পত্রিকা

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতির জন্য সারা দেশে নতুন করে দুই হাজারের বেশি আবেদন পড়েছে। বিতর্ক এড়াতে এসব আবেদনের ব্যাপারে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পুলিশের বিশেষায়িত এই দুই ইউনিটের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সূত্রে এসব তথ্য জানা গেছে।

কালের কণ্ঠ

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ

নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যদিও আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বেশির ভাগ প্রার্থীর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজকের পত্রিকা

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার পর দুই দেশের সম্পর্কে আবার তিক্ততা তৈরি হয়েছে।

দুই দেশের রাজনীতিকসহ বিভিন্নজনের পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি কূটনীতিক তলবের পর গতকাল বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিল কর্মসূচি এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ সম্পর্কের তিক্ততায় নতুন মাত্রা দিয়েছে। ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমকাল

পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা

চলছে  মুড়িকাটা পেঁয়াজের মৌসুম। কয়েক বছর লোকসানের পর এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন চাষিরা। ঠিক এই সময়েই পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এ পরিস্থিতির জন্য আমদানিকারক ও পাইকারি পর্যায়ের একটি শক্তিশালী চক্রকে দায়ী করছেন বাজার-সংশ্লিষ্টরা।

কালের কণ্ঠ

অপচয়ের ৯৭৯ কোটি টাকার প্রশ্নবিদ্ধ প্রকল্প

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ২০১৬ সালে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের স্থানীয় সড়ক ও ড্রেন উন্নয়নে ৯৭৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। তবে প্রকল্পের ডিপিপিতে প্রয়োজনীয় ড্রয়িং, ডিজাইন, ইউনিট কস্ট ও ব্যয় নির্ধারণের ভিত্তি না থাকায় প্রস্তাবটি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

আজকের পত্রিকা

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

দেড় দশকের বেশি সময় ধরে কখনো ‘ডিজিটাল বাংলাদেশ’, আবার কখনো ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্লোগান শুনে আসছে দেশের মানুষ। এ নিয়ে ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ নামে প্রকল্পও আছে সরকারের। বেসরকারি পর্যায়েও রয়েছে নানা উদ্যোগ। তারপরও দেশের ৪৩ দশমিক ৯৮ শতাংশ পরিবার এখনো ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপের তথ্য বলছে, বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহার করে ৫৬ দশমিক ২ শতাংশ পরিবারের মানুষ। এই হার গ্রামাঞ্চলে ৫১ দশমিক ৫ শতাংশ এবং শহরে ৬৪ শতাংশ।

সমকাল

আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় অনেক দল

আগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য সংখ্যক দল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় রয়েছে। ভোটে অংশ নেওয়ার আগ্রহ থাকলেও দলগুলো মাঠে সেভাবে সক্রিয় হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরিক ও মিত্র ৯টি দল এবারের নির্বাচনে নিষ্ক্রিয়। আরও ১৪টি দলের তৎপরতা নেই ভোটের মাঠে।

যুগান্তর

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিল পুলিশ

রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখী জুলাই ঐক্যের মিছিল উত্তর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার বিকাল ৩টা ৪০ মিনিটে রামপুরা ব্রিজে জড়ো হয়ে মিছিলটি ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করে। এ সময় রামপুরা-নতুনবাজার সড়কের দুদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বণিক বার্তা

ভূরাজনৈতিক ঝুঁকির মুখে জাপানের বিগ-বি প্রকল্প

এক দশকেরও বেশি সময় আগে বঙ্গোপসাগর ঘিরে অর্থনৈতিক সংযোগ, বন্দর উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ প্রকল্প নিয়েছিল জাপান। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে পরিকল্পনা করা এ মেগা প্রজেক্টকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপরীতে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে জাপানের কৌশলগত অবস্থানের শক্তিশালী স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছিল। তবে উচ্চাভিলাষী এ প্রকল্প এখন জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। ২০২২ সালে জাপানের অর্থনৈতিক মন্থরতা ও শ্রীলংকা দেউলিয়া হয়ে যাওয়ার পর এ প্রকল্পে স্থবিরতা দেখা দেয়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি এ অঞ্চলজুড়ে রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন ও শাসন কাঠামোর ভঙ্গুরতায় বিগ-বি প্রকল্প ঝুঁকির মুখে পড়েছে।

যুগান্তর

বাল্যবিবাহে গ্রামে নারী শহরে পুরুষ এগিয়ে

গ্রামে বসবাসকারী নারী এবং শহরে বাস করা পুরুষরা বাল্যবিবাহে এগিয়ে। গ্রামের ৪৩ শতাংশ এবং শহরের বস্তির ৬৫ শতাংশ নারী ১৮ বছরে পা দেওয়ার আগেই বিয়ে করেছেন। অন্যদিকে গ্রামের পুরুষদের মধ্যে ১৫ শতাংশ এবং শহরের ৩৭ শতাংশ পুরুষ ২১ বছরে পা রাখার আগেই বিয়ে করেছেন। বিয়ের প্রথম বছরেই প্রায় তিন-চতুর্থাংশ (৭৩ শতাংশ) নারী গর্ভধারণ করছেন। এছাড়া বিয়ের পর গ্রামে ৬০ এবং শহরে ৬৬ শতাংশ নারীর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আর বিয়ের ছয় মাসের মধ্যেই প্রতি পাঁচজনে চারজন নারী স্বামীর নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হচ্ছেন। ‘বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ ও শহরাঞ্চলে নববিবাহিত দম্পতিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সংক্রান্ত প্রেক্ষাপট ও চাহিদা নিরূপণ’ শীর্ষক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

বণিক বার্তা

সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প এখন সাড়ে ১০ হাজার কোটিতে

বিগত সরকারের আমলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটি নতুন ডুয়াল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। ভারতের ঋণে (লাইন অব ক্রেডিট বা এলওসি) প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৮০ কোটি টাকা। মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় জমির বেশির ভাগ অধিগ্রহণ করা হয়েছে। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় ভারত। প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে একটি প্রাক-উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সংস্থাটি। পিডিপিপিতে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১০ হাজার ৩৯১ কোটি টাকা।

প্রথম আলো

মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন, এমন আলোচনা চলছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। দুই দিক থেকেই আগ্রহ আছে। সবকিছু চূড়ান্ত হলে দুজনের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হবে।

দেশ রূপান্তর

প্রার্থীদের অস্ত্রে ঝুঁকির শঙ্কা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের সুযোগ দিচ্ছে সরকার। এরই মধ্যে নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালাও জারি করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত দেশ জুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক, ঠিক সে সময় নির্বাচনের মাঠে অস্ত্রের অনুমোদন ভোটের পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও সিদ্ধান্তটি একভাবে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।