শেষ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন ওসমান হাদি
সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক কর্মী ওসমান হাদি। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্টটি এখন সাধারণ মানুষের মধ্যে আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হওয়ার মাত্র কিছু সময় আগে নিজের ফেসবুক পেজে হাদি লিখেছিলেন— ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।
ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওএফএ/