চট্টগ্রামে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খাল থেকে নয়ন উদ্দিন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালখালী খালের লবণ ফ্যাক্টরি এলাকা থেকে নয়ন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির মো. কুদ্দুসের ছেলে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/এমএন