‘জানাজার আগে তার শেষ ঠিকানা একটু দেখতে এসেছি’
আততায়ীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার পরে কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
আজ (শনিবার) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই সমাধিস্থলের আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ, ছাত্র, জনতা। ভেতরে চলছে প্রস্তুতি। সমাধিস্থলের মূল ফটক বন্ধ রাখা হয়েছে, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
সমাধিস্থলের বাইরে অবস্থান করা সাধারণ মানুষদের মধ্যে একজন সিরাজুল ইসলাম এসেছেন মালিবাগ থেকে। তিনি বলেন, ওসমান হাদির জন্য কাঁদছে পুরো দেশ। তার জানাজাতে অংশগ্রহণের জন্যই বের হয়েছি। যখন এখানে কবর দেওয়া হবে তখন মানুষের ভিড়ে হয়তো ঢুকতেই পারবো না ভেতরে। সে কারণে জানাজাতে যাওয়ার আগে তার শেষ ঠিকানা একটু দেখতে এসেছি। আমার মতো শত শত মানুষ এখানে ভিড় করছে।
এখানে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখানে অবস্থান করছি। বাইরে শত শত মানুষ অপেক্ষা করছে, কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
অন্যদিকে শাহবাগ মোড়ে সাধারণ মানুষ, ছাত্র জনতা ছোট ছোট মিছিল নিয়ে আসছেন, আবার অনেকে এখান থেকে জানাজার স্থলের দিকে রওনা হচ্ছেন। এ ছাড়া পুলিশ বিজিবি সদস্য ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বিপুল সংখ্যক সদস্য শাহবাগে অবস্থান করছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরিবারের দাবির ভিত্তিতে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
এএসএস/এনএফ