জাল ভিসা, লাগেজ কাটা চক্র ভয়ংকর
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়ছে আজ, ১৩ বছরে যতবার বাড়ল
রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনে যাতায়াতে যাত্রীদের এখন থেকে বাড়তি ভাড়া দিতে হবে। আজ শনিবার থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ নিয়ে গত ১৩ বছরে অন্তত পাঁচ দফা ভাড়া বেড়েছে। কখনো সরাসরি, কখনো কৌশলে টিকিটের দাম বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে ছয়টি রুটে চলাচলরত ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা বেড়েছে।
বণিক বার্তা
কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি ৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এদিকে হাদিকে হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ গতকাল দিনভরও অব্যাহত ছিল।
প্রথম আলো
প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত
উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। একই সঙ্গে হামলার শিকার হয়েছে শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারও। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার-এর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয় দুটি।
সমকাল
আমার ছেলের কী দোষ ছিল, পুড়িয়ে মারা হলো কেন
‘আমার ছেলের কী দোষ ছিল? তাকে এভাবে পুড়িয়ে মারা হলো কেন? কারও বিশ্বাসে আঘাত করলে দেশে তো আইন ছিল, সেই আইনে বিচার হতো। আমরা গরিব বলেই কি ছেলের জীবন রক্ষা করতে পারলাম না?’ ময়মনসিংহের ভালুকায় নিহত দিপু চন্দ্র দাসের (২৮) বাবা রবি চন্দ্র দাস বিলাপ করতে করতে এ প্রশ্ন তুলেছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ভালুকার জামিরদিয়ার ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের ছেলে। তিনি দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।
যুগান্তর
তফসিলে ঘোষিত সময়ে ভোটগ্রহণে অনড় ইসি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল নেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে এ কৌশল সাজাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। পাশাপাশি নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে সীমাবদ্ধ রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে।
বণিক বার্তা
বিটিসিএলের ৫৮ হাজার কোটি টাকার সম্পদের তথ্যে অস্বচ্ছতা
ব্রিটিশ ভারতে ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত টেলিগ্রাফ ব্রাঞ্চের উত্তরসূরি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বেশ কয়েক দফা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে ২০০৮ সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিসেবে এর যাত্রা। এরপর টানা ১৪ বছর লোকসান গুনেছে। প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ সম্পদ থাকলেও নেই যথাযথ রেকর্ড। প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদের লিখিত বিবরণ না থাকায় এগুলোর স্বচ্ছতা ও যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন কোম্পানিটির নিরীক্ষক। তাছাড়া বিটিসিএলের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম নিয়েও রয়েছে দুর্নীতি-অনিয়মের অভিযোগ। এ অবস্থায় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িকভাবে লাভজনক হিসেবে রূপান্তরেও সরকারের দিক থেকে নেই তেমন উদ্যোগ।
যুগান্তর
দুষ্টচক্রের কবলে অর্থনীতি
অন্তর্বর্তী সরকারের দেড় বছরেও দেশের সার্বিক অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি। তবে অর্থনীতিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। লুটপাটে লাগাম পড়েছে, রোধ হয়েছে অর্থনীতির নিম্নমুখী যাত্রা। ঘুচে গেছে ডলার সংকট, টাকার মানে স্থিতিশীলতা ফিরে এসেছে। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে, তবে তা এখনো ঝুঁকির পর্যায়েই রয়েছে। কিন্তু অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রধান উপকরণ আস্থার সংকট কাটেনি। কমেনি রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা। কমছে না ঋণের সুদহার। বেসরকারি খাতে মন্দা কোনোভাবেই কাটছে না। ফলে বাড়ছে না বিনিয়োগ। কর্মসংস্থানের গতিও একেবারেই মন্থর। করোনার সংক্রমণের সময় ২০২০ সাল থেকেই অর্থনীতিতে বড় ধরনের মন্দা শুরু হয়। গত ৫ বছর ধরেই কম-বেশি আকারে চলছে ওই মন্দা। টানা মন্দার কারণে দেশের সার্বিক অর্থনীতি দুষ্টচক্রের কবলে পড়ে গেছে।
সমকাল
উৎপাদন সক্ষমতা আছে, তবু প্যারাসিটামল আমদানি
দেশে ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্যারাসিটামল আমদানি। দেশে এই কাঁচামাল পর্যাপ্ত উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও ভারত ও চীন থেকে তা আমদানি করা হচ্ছে। এতে দেশের অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্প ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তা ও ওষুধ প্রস্তুতকারকরা। তাদের আশঙ্কা, আমদানি অব্যাহত থাকলে জাতীয় এপিআই নীতির মূল লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
বণিক বার্তা
গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সাধারণ অভিযানের চেয়েও কম
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানের দ্বিতীয় দিন ছিল ১৪ ডিসেম্বর। সেদিন দেশের ৬৩৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৫৬৭ জনকে। অর্থাৎ প্রতি থানা এলাকা থেকে গড়ে একজন করেও গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী দিনগুলোরও গড় গ্রেফতার এক হাজারের বেশি নয়। যেখানে সাধারণ অভিযানেই গ্রেফতার হয় হাজারের বেশি। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, পুলিশকে এখনো অভিযানমুখী করতে না পারার কারণেই বিশেষ অভিযান বলা হলেও গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সাধারণ অভিযানের চেয়েও কম। ফলে মব, হত্যাসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সমকাল
গণমাধ্যমের ইতিহাসে কালো অধ্যায়
বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যমের ইতিহাসে একটি ভয়াবহ কালো অধ্যায় যুক্ত হলো। বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে গণমাধ্যম অঙ্গন। সংবাদ মাধ্যমে হামলার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে।
কালের কণ্ঠ
জাল ভিসা, লাগেজ কাটা চক্র ভয়ংকর
বডি কন্ট্রাক্টে জাল ভিসাধারী যাত্রীকে যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকায় পাঠানোর অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর বিরুদ্ধে। লাগেজ কেটে যাত্রীদের মালপত্র গায়েব করে দেওয়া চক্রের সঙ্গেও জড়িয়ে আছে তাঁদের নাম। সম্প্রতি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগ আমলে নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি তদন্তে বিমানের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
সমকাল
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।
গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কালবেলা
প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দেশ, বিচার দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশ। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি বড় শহরে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। গতকালও রাজধানীর শাহবাগে দিনভর ‘আগ্রাসনবিরোধী সমাবেশ’ করেছে ছাত্র-জনতা। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রথম আলো
অবিলম্বে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনতে হবে: অ্যামনেস্টি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ শনিবার দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস।