মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ
মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ঈসমাইল শাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) মালদ্বীপের শিক্ষামন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আজ (রোববার) শিক্ষামন্ত্রী ড. ঈসমাইল শাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।
বৈঠকে মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী শিক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন মন্ত্রী ও হাইকমিশনার।
বিজ্ঞাপন
এনআই/এসএম