চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৭১টি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। তড়িঘড়ি করে ঘোষণা দিয়ে লিখিত পরীক্ষা নেওয়ায় এক তৃতীয়াংশ পরীক্ষার্থী অনুপস্থিত হতে পারেননি। পরীক্ষার্থীদের অনেকের অভিযোগ, দেরিতে এসএমএস পাওয়ায় এডমিট কার্ড ডাউনলোড করা বা পরীক্ষায় পৌঁছানো সম্ভব হয়নি। পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ নির্দেশনার কারণে পরীক্ষার্থীরা নানাভাবে ক্ষুব্ধ হয়েছেন। এছাড়া নিয়োগ পরীক্ষা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখিত নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে কমেন্টে নানা অভিযোগ তোলেন নিয়োগ প্রার্থীরা৷ তোপের মুখে সেই পোস্টের কমেন্ট করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২৮ অক্টোবর। স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী-কাম–কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহায়ক, পরিসংখ্যানবিদ ও গাড়ি চালক- মোট ছয় পদে  আবেদন করেন ১৮ হাজার ৪০৪ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন মাত্র ১২ হাজার ৬৭২ জন। বাকি ৫ হাজার ৭৩২ জন পরীক্ষা দিতে পারেননি।  

শাপলা মারমা নামে এক পরীক্ষার্থী বলেন, আমার তো দশ তারিখের মেসেজ গতকাল রাতে ফোনে আসছে। এডমিট বের করতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি- পুরা আফসোস।

পরীক্ষার্থীরা জানান, ওএমআর শিটে ওয়ার্ড–ইউনিয়ন কোড পূরণের বিষয়ে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্পষ্টভাবে নির্দেশনা দেননি। 

এমডি রিমন নামে এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেন, ওএমআর এ পুরাতন ওয়ার্ড চাইছে, আমি বর্তমান ওয়ার্ড ২ নম্বর দাগাইছি। ৪৫ মিনিট পর এসে জানাচ্ছে ১+২+৩ রা ১ দাগাবে। এতক্ষণে এসে কেন বলবে? নুরুন্নাহার রিয়া নামে একজন অভিযোগ করেছেন, নির্দেশনা পরীক্ষা শুরুর আগে দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

তবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ কমিটির সভাপতি ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষার্থীর অনুপস্থিতি, প্রবেশপত্র না পাওয়া, পরীক্ষার সময় যথাযথ নির্দেশনা না পাওয়া- এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ আমাদেরকে লিখিত অভিযোগ দেননি।

এমআর/এমএসএ