মাহফুজ আনাম
‘মত প্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের’
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, মত প্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মাহফুজ আনাম বলেন, আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। তারা সেই ২৬-২৭ জনকে ছাদে আটকে রেখেছিল এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে কাছে আসতে দেয়নি।
তিনি বলেন, এই বিষয়ে আমাদের শুধু প্রতিক্রিয়া দেখালেই চলবে না, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং এর জবাব দিতে হবে। আমরা অব মার্ডারে প্রবেশ করেছি। মত প্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের।
বিজ্ঞাপন
‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ এই প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে আসেন। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।
এএসএস/জেডএস