রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশে ডিজিটাল ও জনপরিসর: বিদ্যমান সমস্যা ও করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেসরকারি গবেষণা সংস্থা ‘ভয়েস’ আয়োজিত এই সভায় নাগরিক অধিকার রক্ষা ও অপতথ্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভার শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। আলোচনায় বক্তারা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর প্রগতিশীল কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি প্রতিশোধমূলক প্রচেষ্টা ।

ভয়েস-এর ডেপুটি ডিরেক্টর মুশাররাত মাহেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে ছড়ানো ‘জেন্ডার অপতথ্য’ সমাজের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করছে।

কলামিস্ট ডা. জাহেদ-উর-রহমান মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল এবং মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী বাক-স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল দমন ও অপতথ্য মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এখন জরুরি। সভায় ডিজিটাল অপতথ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ভূমিকা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল নীতি প্রণয়নের দাবি জানানো হয়।

এমজে