প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : আরও ১১ জন গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের।
ডিএমপি জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে এই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।
এই ঘটনায় প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাতনামা একটি মামলায় ৫০০ ও অন্যটি মামলায় ৪০০ জনকে আসামি করা হয়।
এসএএ/এমএসি /এমএন