চুরির সোনা বেচে রয়েল এনফিল্ড কেনে চোর
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আসকার দিঘীর পূর্বপাড়া এলাকায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি চুরি করা ল্যাপটপ, চোরাই সোনা বিক্রির টাকায় কেনা রয়েল এনফিল্ড ব্র্যান্ডের একটি নতুন মোটরসাইকেল এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর রিচ নাহার বিল্ডিংয়ের সপ্তম তলায় কাঁচাবাজারের গলিতে ভুক্তভোগী পূরবী বিশ্বাসের বাসায় চোরেরা প্রবেশ করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে। এ ঘটনায় ১৬ ডিসেম্বর ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর মহানগর গোয়েন্দা (পশ্চিম) চৌকস একটি টিম ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। তদন্তে দেখা যায়, ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তি বাসার আশপাশে ঘুরছিল। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানের শুরুতে গ্রেপ্তার করা হয় মো. জসিম (৪৩) এবং মোস্তাকিন হোসেন মিঠুকে (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সহকারী মো. সালাউদ্দিন তাদের চুরির পরিকল্পনা জানিয়েছিল। জসিমের বাড়ি তল্লাশি করে চুরি করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চোরচক্রের আরেক সদস্য সেতু দাস ওরফে সালাহ উদ্দিনকে (৩২)।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, স্বর্ণ বিক্রির টাকায় একটি নতুন রয়েল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেল কিনেছেন এবং নগদ ৬০ হাজার টাকা হেফাজতে রেখেছেন। পরে নিউমার্কেট এলাকা থেকে মো. ইসমাইল (৩০) নামে একজনকেও গ্রেপ্তার করা হয়। তিনি সোনা উদ্ধারের জন্য একটি দোকানের ঠিকানা দেন। তবে তার কথামতো অভিযানে গেলে দোকানি পালিয়ে যান।
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, অভিযানে উদ্ধার করা মালামাল এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ছাড়া চোরাই স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
এমআর/এসএসএইচ