কুড়িগ্রামে নদী ভাঙন রোধে চলমান প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারের নিকট চাঁদা না পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী শারাফত আলী (৫০), প্রতিষ্ঠানের শ্রমিক আব্দুস ছালাম, সামছুল হক ও রানা মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে সদরের মোগলবাসা ইউনিয়নের ভাটলার পাড় সুইচগেট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
 
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, চাঁদা দাবি এবং হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় শাহ জামাল, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও এরশাদুলসহ ৭ থেকে ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে জসিম উদ্দিনের মোড় থেকে ভাটলার পাড় স্লুইসগেট পর্যন্ত ৩ দশমিক ৫ কিলোমিটার ধরলা নদীতীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান কেকেআর ইউবি ২ মাস আগে কাজ শুরুর পর থেকেই স্থানীয় বাসিন্দা শাহ জামাল, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও এরশাদুলসহ কয়েকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকাল ১০টার দিকে মোগলবাসা বাজারসংলগ্ন ভাটলারপাড় স্লুইসগেট এলাকায় কাজ চলাকালে সন্ত্রাসীরা বাধা প্রদান করেন। এ সময় প্রকল্পের কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী শারাফাত আলী তাদের কাছে কাজ বন্ধ করার কারণ জানতে চান।

এতেই ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলামের নির্দেশে অভিযুক্তরা লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে প্রকল্পের শ্রমিক আব্দুস ছালাম, শামসুল হক ও রানা মিয়া এগিয়ে এলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করা হয়। 

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুয়েল রানা/এমএসআর