রাজধানীর তেজগাঁওয়ে আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আজমির হোসেন আকাশ (২৭) নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার হেফাজত থেকে লুট হওয়া কম্পিউটার সিপিইউসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমির হোসেন আকাশ আলমগীর হোসেনের ছেলে। তিনি তেজতুরীবাজার এলাকার বাসিন্দা।

বুধবার র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) মিজানুর রহমান এসব তথ‍্য জানান।

র‍্যাব সূত্র জানায়,গত ১৯ ডিসেম্বর রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পশ্চিম তেজতুরীবাজারে অবস্থিত ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিলসহ ভবনের সামনে জড়ো হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে।

একপর্যায়ে দুষ্কৃতকারীরা ভবনের স্টিলের গেট ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করে। তারা কার্যালয়ের ভেতরে অবস্থানরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা করে এবং আসবাবপত্র, নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলায় ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, সার্ভার, প্রিন্টার, টিভি ও স্টুডিও সরঞ্জামসহ আনুমানিক পাঁচ কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিভিন্ন লকারে রক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় গত ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩), বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। এরপর গতকাল ২৩ ডিসেম্বর আজমির হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, তিনটি কেবল, একটি সুইচ অ্যাডাপ্টার ও একটি মাউস উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যর গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসএএ/এমজে