গভর্নরকে চিঠি দিলো নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ ও ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সব তফসিলি ব্যাংক খোলা রাখার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ইসি জানায়, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ৩ দিন সব তফসিলী ব্যাংক বন্ধ থাকবে। প্রার্থী কর্তৃক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা জমা দেওয়ার বিধান রয়েছে। ফলে, ওই ৩ দিন প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুযোগ নেই।
এই অবস্থায় প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর সারাদেশের সব তফসিলী ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
এসআর/এসএম