রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লেগেছে মিরপুরে। সনাতন পদ্ধতির দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ কাটিয়ে উন্নত জাপানি প্রযুক্তির ব্যবহারে এক নতুন অধ্যায় শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্থাপন করা হয়েছে উদ্ভাবনী বর্জ্য সংকোচন ও সংরক্ষণ ব্যবস্থা ‘জে-ড্রাম’। জাপান ক্লিন সিস্টেম কোম্পানি লিমিটেডের এই কারিগরি সহায়তায় বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, নতুন এই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই উদ্ভাবনী ব্যবস্থার উদ্বোধন করেন।

এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এবিএম শামসুল আলম, জেসিএসের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক মাসাতাকা ইয়ামানো এবং জাইকা বাংলাদেশ অফিসের জ্যেষ্ঠ প্রতিনিধি মিস ইজুমি শোজি উপস্থিত ছিলেন।

ডিএনসিসি থেকে জানানো হয়, এসটিএসে বিদ্যমান বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা– যেমন অদক্ষ প্রচলিত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা, কম্প্যাক্টর ট্রাকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা এবং দুর্গন্ধ ও তরল বর্জ্য নিঃসরণের মতো পরিবেশগত সমস্যা সমাধানে কাজ করে জে-ড্রাম সিস্টেম। এ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য বোঝাই এবং খালাস করার মাধ্যমে জে-ড্রাম পরিচালন দক্ষতা বাড়াবে, শারীরিক শ্রমের পরিমাণ কমিয়ে আনবে এবং এসটিএসে ভূমি ব্যবহারের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।

জে-ড্রামের অত্যাধুনিক এবং স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ব্যবস্থা দুর্গন্ধ, শব্দ ও পানি ফুটো হয়ে নিঃসরণ হওয়া প্রতিরোধ করে। পুরো ব্যবস্থাটি স্টেইনলেস স্টিলের তৈরি হওয়ায় এটি অত্যন্ত টেকসই।

উল্লেখ্য, জাপান ক্লিন সিস্টেম কোম্পানি লিমিটেড বিশ্বব্যাপী ১,৬০০টিরও বেশি এমন ইউনিট স্থাপন করেছে, যা তাদের প্রযুক্তির নির্ভরযোগ্যতা প্রমাণ করে।

এএসএস/বিআরইউ