এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল (শুক্রবার) তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এ কারণে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ওএফএ/বিআরইউ