লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার তার কর্মকাল সমাপ্তির প্রাক্কালে লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ ও দপ্তরের মহাপরিচালক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর হেড অব মিশনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, সম্প্রতি হওয়া এসব সাক্ষাতে তিনি বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাদের সহযোগিতা এবং বাংলাদেশি নাগরিকদের কল্যাণে প্রদত্ত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ দূতাবাসের প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদায়ী সাক্ষাতে সৌহার্দ্য ও কৃতজ্ঞতার স্মারক হিসেবে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। নিঃসন্দেহে দূতাবাসের এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং জনকূটনৈতিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

এনআই/জেডএস