মাল্টিফ্যাবস লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া সবকটি দলকে হারিয়ে সর্বোচ্চ ৪২ পয়েন্ট অর্জন করে বিপিডিবি।

রোববার (২৮ ডিসেম্বর) এক বার্তায় বিপিডিবি জানায়, ২৪ ডিসেম্বর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে পরাজিত করে। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সেরা মিডিল ব্লকার ও সেরা সেটার হন যথাক্রমে রাতুল আহমেদ, রিদওয়ানুর রহমান এবং তানভীর হোসেন তন্ময়। অন্যদিকে টুর্নামেন্টের সেরা লিবারু হন বর্ডার গার্ড বাংলাদেশের আতিক।

প্রতিযোগিতায় সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে এবং রানার্স-আপ হয় তিতাস ক্লাব। তৃতীয় স্থান অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজয়ী হওয়ার পর চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সদস্যরাসহ বিউবো ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের ভলিবল উপ-কমিটির সদস্যরা বিউবো চেয়ারম্যান রেজাউল করিম এবং বোর্ড সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিউবো চেয়ারম্যান বিজয়ী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতে বিজয়ের এ ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক পরিসরেও নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরার ব্যাপারে উৎসাহ দেন।

ওএফএ/এসএসএইচ