বেগম খালেদা জিয়ার মৃত্যু
এভারকেয়ারের সামনের ফুটপাতে বসে মাদরাসা শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তারা হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে কোরআন তেলাওয়াত করছেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের নিয়ে এভারকেয়ারের সামনে এসেছেন তাদরিবুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন ও মুফতি আসাদুল্লাহ। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাব।
অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা। এখানে কেউ কেউ অঝড়ে কাঁদছে, কেউবা চোখের পানি মুছছে।
বিজ্ঞাপন
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে মানুষের ভিড় আরও বাড়ছে। রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়েছে। প্রিয় মানুষকে একনজর দেখতে বা তার খবর নিতে সবাই সেখানে জড়ো হচ্ছেন।
এএসএস/এমএন