রাজধানীর রামপুরায় বেটার লাইভ হাসপাতালের সামনে সিএনজির ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল রাতে দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বিস্তারিত জানার চেষ্টা চলছে। রাতে আমাদের টহলটিম ডিউটি করার সময় জানতে পারে বেটার লাইফ হাসপাতালের সামনে একটি সিএনজি ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। 

এসএএ/এনএফ