খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ‍্যাসোসিয়েশন। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

শোক বার্তার বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানসহ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের স্বাক্ষর রেখে গেছেন। নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

এসএএ/এমজে