দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

এ দিন সন্ধ্যায় ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির সহকারী কমিশনার (এসি) ফোর্স সাকিবুল আলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক ও সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদপুর জোনের পেট্রোল তারিক লতিফ স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সব সদস্য গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ব্যক্তিত্ব। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এসএএ/বিআরইউ