মহাখালী ফ্লাইওভার

রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারেন।

শনিবার (৯ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. শাহরিয়ার আলম বলেন, সম্ভবত ওই নারী ফ্লাইওভার দিয়ে হেঁটে বনানী থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই নারী ভাসমান হয়ে থাকতে পারেন । তার পরনে সালোয়ার-কামিজ ও পায়ে স্যান্ডেল রয়েছে।

উপ-পরিদর্শক মো. শাহরিয়ার আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমএসি/এসআরএস