আমি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছি। এর আগে আমি শহীদ জিয়াউর রহমানের জানাজায়ও শরিক হয়েছিলাম। আজ এখানে আসতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। জানাজায় যদি শরিক হতে না পারতাম, তবে মনে খুব কষ্ট থেকে যেত; যা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে পোড়াত।

বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলছিলেন বিএনপির এক বয়োজ্যেষ্ঠ কর্মী। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা থেকে আসা এই ব্যক্তির নাম আব্দুল করিম ভুঁইয়া।

হেঁটেই জানাজা স্থলে যাওয়ার সময় তার সঙ্গে কথা হয় ফার্মগেট এলাকায়। তিনি বলেন, আমি বিএনপির আমার ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। আজ যেমন দেখছি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ্য নিতে লোকে লোকারণ্য, তেমনি অনেক লোক হয়েছিল শহীদ জিয়ার জানাজাতেও।

আব্দুল করিম ভুঁইয়া বলেন, আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও জানাজায় অংশ নিতে এসেছি। যদি না আসতে পারতাম, সারাজীবন আমার খারাপ লাগত, তাই এসেছি। লাখ লাখ মানুষ এসেছে, আরও মানুষ আসছে।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে। হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ।

সরেজমিনে দেখা গেছে, কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে দেখা গেছে।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ (বুধবার) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।

এএসএস/এমএন