মাধ্যমিকের ৬ কোটি বই বাকি
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
জেলায় জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা
সারা দেশের বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিএনপিসহ স্থানীয় লোকজনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বণিক বার্তা
নির্বাচনী সমীকরণে আরো শক্তিশালী অবস্থানে বিএনপি
১৭ বছর নির্বাসন কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা এবং এর অল্প কিছু সময় পর খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের আসন্ন নির্বাচনের সমীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ দুই ঘটনা জিয়া পরিবারের প্রতি সহানুভূতির জোরালো স্রোত তৈরি করবে, যা নির্বাচনের আগে বিএনপির জনসমর্থন আরো শক্তিশালী করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
প্রথম আলো
বছরের প্রথম দিন মাধ্যমিকের সব শিক্ষার্থী সব বই পাবে না
খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন আজ বৃহস্পতিবার। দেশের নতুন শিক্ষাবর্ষেরও প্রথম দিন আজ। তবে এদিন মাধ্যমিকের বিপুলসংখ্যক শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে না। কেননা, গত বছরের শেষ দিন গতকাল বুধবার বিকেল পর্যন্ত মাধ্যমিকের ২৭ শতাংশের বেশি বই সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
অবশ্য এনসিটিবির কর্মকর্তারা আশা করছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষার্থীদের সব বিষয়ের সব বই হাতে পেতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। এমনকি তা ফেব্রুয়ারিতেও গড়াতে পারে।
বণিক বার্তা
রাজনৈতিক সহিংসতায় ২০২৫ সালে নিহত ৮৬
বিদায়ী ২০২৫ সালে বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে ‘কোনো উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়নি বলে মনে করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গত বছরের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত দেশে বিরাজমান সামগ্রিক রাজনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, আইনি পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলছে তারা। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ৫৯৯টি ঘটনার শিকার হয়েছেন ৫ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে ৮৬ জন নিহত এবং ৫ হাজার ৫১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।
কালের কণ্ঠ
মাধ্যমিকের ৬ কোটি বই বাকি
বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। তবে আজ বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। মাধ্যমিকে এ পর্যন্ত ৭০ শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে। ছয় কোটি বইয়ের কাজ এখনো বাকি।
বণিক বার্তা
২০২৫ সালে মব সন্ত্রাসে নিহত ১৯৭, মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক
২০২৫ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে মব সন্ত্রাসের শিকার হয়ে ১৯৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আগের বছর একই সময়ে মব সহিংসতায় অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছিল। গতকাল প্রকাশিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৫: আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
আজকের পত্রিকা
মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা। স্ত্রী ফাতেমা আজাদের নামে সম্পদ রয়েছে ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৫৪২ টাকার। তাঁর বার্ষিক আয় ৯৯ লাখ ৩৫ হাজার ২৭৯ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে তিনি আয়কর জমা দিয়েছেন ২৫ লাখ ২৬ হাজার ৫৫২ টাকা। আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, আবুল কালাম আজাদ সিদ্দিকীর চেয়ে তাঁর স্ত্রী ফাতেমা আজাদের বার্ষিক আয় অনেক বেশি।
বণিক বার্তা
কর্মক্ষেত্রে ২০২৫ সালে ৮০২ শ্রমিকের মৃত্যু
২০২৫ সালে দেশে কর্মক্ষেত্রে নিয়োজিত অবস্থায় ৭১৩টি দুর্ঘটনায় ৮০২ জন শ্রমিক নিহত হয়েছেন। সংবাদপত্রে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি।
যুগান্তর
যত সম্পদ দেখিয়েছেন আলোচিত প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে বৈচিত্র্যময় তথ্য। রাজনীতিতে আলোচিত অনেক প্রার্থীর তেমন কোনো সম্পদ নেই। কিছু কিছু প্রার্থীর বিপুল সম্পদ রয়েছে। কোনো কোনো প্রার্থীর তুলনায় তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ বেশি। আবার কয়েকজন প্রার্থী তাদের সম্পদের যে দাম দেখিয়েছেন, তা বাজারমূল্যের চেয়ে অনেক কম। তবে এ নির্বাচনে প্রার্থীদের বড় অংশই উচ্চশিক্ষিত।
দেশ রূপান্তর
জামায়াত আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকের গোপন বৈঠক
২০২৫ সালের শুরুর দিকে ভারতীয় একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকটি হয়েছিল।
যুগান্তর
বদলে গেছে রাজনীতির গতিপথ
ঘটনাবহুল ২০২৫ বদলে দিয়েছে দেশের সামাজিক ও রাজনৈতিক গতিপথ। শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, বছরটি ছিল ইতিহাসের সংযোগস্থল। বছরজুড়ে আছড়ে পড়েছে পরিবর্তনের ঢেউ। ছিল দাবি আদায়ের আন্দোলনের উত্তাপ। সব মিলিয়ে বিস্ময় ও প্রত্যাশার এক অনন্য অধ্যায় দেখেছে বাংলাদেশ। বছরের শেষ প্রান্তে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল জাতিকে দিয়েছে নতুন দিশা। যা ভবিষ্যতের ভিত্তি নির্মাণের সূচনা হিসাবে দেখছেন অনেকেই। এ বছরে ঘটে যাওয়া অনেক ঘটনা হবে ইতিহাসের সাক্ষী। আবার কিছু ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে আলোচনার জন্ম দিয়েছে।
সমকাল
২১ জেলায় শৈত্যপ্রবাহ শীতে কাঁপছে দেশ
টানা চার দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত। গতকাল বুধবার সকালে রাজধানীসহ কয়েকটি স্থানে কুয়াশা কিছুটা কেটে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা আরও কমেছে। এদিন গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন। দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগজুড়ে এবং মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহ আরও দুয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে কুয়াশার ঘনত্ব ধীরে ধীরে কমতে পারে।
বিবিসি বাংলা
'৪০টিরও বেশি যুদ্ধ কভার করেছি, কিন্তু ২০২৫ সালের মতো বছর কখনো দেখিনি'
আমার সাংবাদিকতা জীবন শুরু ১৯৬০-এর দশকে। এই দীর্ঘ সময়ে আমি সারা বিশ্বে ৪০টিরও বেশি যুদ্ধ নিয়ে রিপোর্ট করেছি। আমি স্নায়ুযুদ্ধকে চরম পর্যায়ে পৌঁছাতে, এরপর তা প্রশমিত হতে দেখেছি। তবে আমি ২০২৫ সালের মতো উদ্বেগের বছর দেখিনি।
শুধু বড় বড় কয়েকটি যুদ্ধ চলছে এ কারণে নয়, বরং কারণটি হলো সেসব যুদ্ধের মধ্যে একটির রয়েছে ভূরাজনৈতিক প্রভাব—গুরুত্বের দিক থেকে যা অন্য কোনোটির সাথে তুলনা করার মতোই না।