থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা : ৯৯৯-এ শব্দদূষণের ৩৮১ অভিযোগ
নববর্ষের উদযাপনে দেশজুড়ে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ শত শত অভিযোগ জানিয়েছেন।
থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালে ও নতুন বছরের প্রথম দিনে শব্দদূষণ সংক্রান্ত মোট ৩৮১টি অভিযোগ জমা পড়েছে এই সেবা কেন্দ্রে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা নিয়ে আসা ৩৮১টি কলের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই এসেছে ৯৬টি অভিযোগ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ ফোনকলের মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞাপন
আনোয়ার সাত্তার জানান, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে।
প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এই শোককালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।
তবে সব ধরনের সরকারি ও পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এবার বরাবরের মতো নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।
এমএসি/বিআরইউ