এনসিপির চার প্রার্থী কোটিপতি, বাকিদের আয় সম্পদ কম
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন
খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে।
বিজ্ঞাপন
কালবেলা
সীমান্তের ১৮ ফাঁকফোকর দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশেই অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার দুটিই বেড়েছে। ভোটগ্রহণের আগে ও পরে এসব অস্ত্র পেশিশক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবহার হতে পারে খুনোখুনিতেও। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে ভারী অস্ত্র এবং পশ্চিম সীমান্ত দিয়ে তুলনামূলক ছোট আগ্নেয়াস্ত্র ঢুকছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উসকে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
দেশ রূপান্তর
কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬) ছয় মাসে ২৮টি কনটেইনার জাহাজসহ রেকর্ড ১৭ হাজার ৩৮৭টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। সমুদ্রবন্দরটিতে গত ছয় মাসে রেকর্ড ৪৪০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে, যার ফলে এর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।
যুগান্তর
সবাই এখন পুরোদমে নির্বাচনে
কয়েকটি ঘটনার পর অবশেষে আপাতত থেমে গেছে জাতীয় নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র তত্ত্ব। একে একে এসব তত্ত্ব শেষ হওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর নেতারা পুরোদমে নির্বাচনি মাঠে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ নির্বাচনে অংশ নেওয়া সব দলের নেতা এতদিন কেন্দ্রে তৎপর থাকলেও এখন ভোটের মাঠে চলে গেছেন। সবার নজরই এখন জাতীয় নির্বাচনের দিকে। নানা তৎপরতার মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি সাজাচ্ছেন তারা। এ কারণে উৎসবমুখর হয়ে উঠছে সারা দেশ।
আজকের পত্রিকা
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। গত দেড় বছরে আর কোনো কাজ হয়নি। এখন প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাঁরা দ্রুত নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন। এদিকে অধিগ্রহণ করা বিস্তীর্ণ জমিতে এখন চাষ হচ্ছে তরমুজ।
বণিক বার্তা
কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ফেরারি ৭ শতাধিক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনো ৭১৩ জন ফেরারি। এসব বন্দির মধ্যে দুর্ধর্ষ অপরাধীও রয়েছেন। পাশাপাশি দেড় বছর হতে চললেও এখনো কারাগার থেকে লুট হওয়া সব অস্ত্রও উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে আছে চাইনিজ রাইফেল, শটগানও। এ অস্ত্র ব্যবহার করে পালিয়ে যাওয়া বন্দিদের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পলাতক বন্দিদের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছে কারা অধিদপ্তর।
বিবিসি বাংলা
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?
কথায় আছে, 'পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়'। অর্থাৎ, পৌষের শীতে মোষ কাতর হয়, আর বাঘ জড়সড় থাকে। কিন্তু মাঘের শীতে বাঘও কাতর হয়।
পৌষ ও মাঘ, এই দুই মিলে শীতকাল। আর ইংরেজি ক্যালেন্ডার হিসেবে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে জানুয়ারিকে বলা হয় বছরের শীতলতম মাস।
যদিও শীতের আবহ আসতে শুরু করে পৌষের (ডিসেম্বর-জানুয়ারি) মাঝামাঝি সময় থেকে। আবার অনেক সময় অগ্রহায়ণ (নভেম্বর-ডিসেম্বর) থেকেই শীতের বাতাস টের পাওয়া যায়।
আজকের পত্রিকা
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
ইত্তেফাক
প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপার নেপথ্যে ৫ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য
প্রতি বছর বিলম্বে পাঠ্যবই ছাপানোর নেপথ্যে রয়েছে ৫ হাজার কোটি টাকার অবৈধ গাইড বই বাণিজ্য। টানা ১৫ বছর মার্চ-এপ্রিলের আগে সব বই দিতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবারও মার্চের আগে মাধ্যমিকের শিক্ষার্থীদের সব বই পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অথচ বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি। লেকচার পাবলিকেশন ৮০ শতাংশ নোট-গাইড বাজারে সরবরাহ করে আসছে এবং অবৈধ এই ব্যবসার বাজার সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই কোম্পানিতে গোপনে মাসিক বেতনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা। তারা এই কোম্পানির নোটবই লেখার কাজ করেন। আর গাইড বইয়ের বিক্রি বাড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমিশন ও ঘুষ প্রদান বাবদ এবার ৫০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। ১৫ জন মাধ্যমিকের শিক্ষার্থী ও ১০ জন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, ‘ক্লাসে বুকলিস্ট দিয়ে নির্দিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের নোট, গাইড, গ্রামার ও ব্যাকরণ বই কিনতে বলা হয়। ফলে কিছু করার থাকে না। বাধ্য হয়েই কিনতে হয়। এটা বড় আর্থিক চাপ।’
আজকের পত্রিকা
‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বণিক বার্তা
দেশের বাজারে তীব্র এলপিজি সংকট
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান এ সংকটের কারণে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে। আবার কোথাও কোথাও অতিরিক্ত দাম দিয়েও মিলছে না রান্না করার এ গ্যাস।
আজকের পত্রিকা
এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা? আমি যদি “স্টোলেন” মার্ক করে ক্লেইম (চুরি হয়েছে অভিযোগ) করি, তাহলে কি সরকার আমার নামে নিবন্ধিত ডিভাইসগুলো উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে?’ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা নিয়ে এভাবেই অভিযোগ জানাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী মাসুদ রানা।
বণিক বার্তা
ইঞ্জিন সংকটে টানা ১১ দিন বন্ধ পণ্যবাহী ট্রেন চলাচল
অনেকদিন ধরেই লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। সীমিতসংখ্যক ইঞ্জিন দিয়ে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা করে আসছে সংস্থাটি। বিদায়ী বছরের ডিসেম্বরে টানা ১১ দিন যাত্রীবাহী ট্রেনের অতিরিক্ত চাহিদা মেটাতে পণ্যবাহী ট্রেনের জন্য কোনো ইঞ্জিন বরাদ্দ রাখা হয়নি। এতে গত ১৯-২৯ ডিসেম্বর পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এর আগে এত লম্বা সময় পণ্যবাহী ট্রেন বন্ধ রাখার নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে। তবে এই ক্ষতিপূরণ পেতে দুর্ঘটনা ঘটার এক মাসের (৩০ দিন) মধ্যে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদনের এই সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৬০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
সমকাল
এনসিপির চার প্রার্থী কোটিপতি, বাকিদের আয় সম্পদ কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন। জামায়াতের সঙ্গে জোটের কারণে এ সংখ্যা পরে কমতে পারে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যমতে, এই ৪৪ প্রার্থীর মধ্যে চারজন কোটিপতি। বাকিরা আয়-সম্পদে পিছিয়ে।
এনসিপির কোটিপতি প্রার্থীরা হলেন– প্রকৌশলী নাবিলা তাহসিন ঢাকা-২০, যুক্তরাষ্ট্রপ্রবাসী রাশেল উল আলম সিলেট-৪ আসন, অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম জার্জিস কাদের নাটোর-৩ এবং মাহবুব আলম লক্ষ্মীপুর-১। মাহবুব এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই।
যুগান্তর
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
দেশ রূপান্তর
হলফনামায় প্রার্থীর তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রার্থীদের হলফনামা। আয়-ব্যয়ের হিসাব, সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও মামলার তথ্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যে বাস্তবতার ঘাটতি আছে কি না সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
প্রথম আলো
উপদেষ্টা বদলের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল
স্থানীয় সরকার উপদেষ্টা পরিবর্তনের পর এ মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল শুরু হয়েছে। আগের উপদেষ্টার একান্ত সচিবসহ (পিএস) ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। আরও কয়েকজনকে বদলি করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। আগের উপদেষ্টার সময়ে নেওয়া কিছু প্রকল্পও পুনর্বিন্যাস করা হচ্ছে।