চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মো. সুমন মিয়া (৩০), মো. নুর উদ্দিন (৪৫), মো. রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০) এবং মো. হাসান (৩৬) ও মো. হাসান (৩৮)।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/জেডএস