ডিবির ডিসি
সাকিবুল হত্যায় জড়িত একজন আটক, ঢাকার বাইরে কাজ করছে ২ টিম
তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে রাজধানীর বাইরে ডিবির দুটি দল একযোগে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্রের তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করা হচ্ছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিসি মোহাম্মদ রাকিব খাঁন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সব সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আগের তদন্ত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। পাশাপাশি কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, যাতে তারা তদন্তে সহযোগিতা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এরইমধ্যে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি দুটি ডিবি টিম ঢাকার বাইরে কাজ করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তারা যে পর্যায়েরই হোন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চয়তা দেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মূল দাবি তাদের সহপাঠীর হত্যার বিচার। পুলিশও চায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার হোক। এ জন্য শিক্ষার্থীদের সহযোগিতাও চাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজনদের ছবি ছড়িয়ে পড়লেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না—এমন অভিযোগের জবাবে ডিসি মোহাম্মদ রাকিব খাঁন বলেন, ডিবি মাত্র দুই দিন আগে মামলার দায়িত্ব পেয়েছে। এর মধ্যে শুক্রবারসহ কিছু সময় ছিল, তবে গতকাল থেকেই জোরালোভাবে কাজ শুরু হয়েছে। কেউ যদি সত্যিকার অর্থে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকেন, প্রমাণের ভিত্তিতে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ডিবি পুলিশ কাউকে আশ্রয় দেয় না বা আড়াল করে না। অপরাধী অপরাধীই। পুলিশের কাছে সবাই সমান এবং আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
আরএইচটি/জেডএস