যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন
যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠিত করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুনর্গঠিত কমিশনের বাংলাদেশ পক্ষের চেয়ারম্যান হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিজ্ঞাপন
কমিটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য ছাড়াও সদস্য হিসেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক রাষ্ট্রদূত রয়েছেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের মার্চে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণার মাধ্যমে যৌথ নদী কমিশন গঠন হয়।
বিজ্ঞাপন
এটি গঠনের উদ্দেশ্যের মধ্যে রয়েছে দুই দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।
এ ছাড়া বন্যা পূর্বাভাস, সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন ও প্রধান প্রধান নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্পের ওপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধায় পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারের বিষয়ও এতে অন্তর্ভুক্ত আছে।
এসএইচআর/এসএম