শুধু কান্না আর ছুটোছুটি
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহতদের স্বজনদের ছুটোছুটিতে আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে মগবাজার থেকে অ্যাম্বুলেন্স আসছে আহতদের নিয়ে।
রোববার (২৭ জুন) রাতে এমন হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে হাসপাতালটিতে।
বিজ্ঞাপন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থান করছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান। তিনি জানান, আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স এসে থামতেই স্বজনদের ছুটোছুটি শুরু হচ্ছে। তাদের আহাজারি ও কান্নায় পরিবেশ ভারী হয়ে আছে।
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ঢাকা পোস্টের ঢামেক প্রতিবেদক সৈয়দ আমানত আলী জানিয়েছেন, হাসপাতালটিতে জরুরি বিভাগে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে অন্তত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটলো সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এআর/এইউএ/এসএএ/এইচকে