প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের যেকোনো দেশে রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠাতে নগদ লেনদেনে প্রতি ১০০ ডলারে অতিরিক্ত ১ ডলার কর চলতি বছরের প্রথম দিন থেকে কার্যকরের ঘোষণা আগেই ছিল। এবার যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দেওয়ার ঘোষণা এল।

বিবিসি বাংলা

ইরানে ছড়িয়ে পড়ছে সহিংসতা, ১১দিনে অন্তত ৩৪ জন বিক্ষোভকারীর মৃত্যুর দাবি

ইরানের বিভিন্ন স্থানে বুধবার রাতেও সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষ হয়েছে। দেশের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া অস্থিরতা টানা ১১তম দিনে গড়িয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স, যা বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ, তারা জানিয়েছে–– দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহরে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুইজন পুলিশ নিহত হয়েছে।

বণিক বার্তা

এলপিজির সরবরাহ সংকট কাটছে না শিগগিরই, তৈরি হচ্ছে নানামুখী জটিলতা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সংকট ক্রমেই প্রকট হচ্ছে। এ বিষয়ে জ্বালানি বিভাগ ও এলপিজি অপারেটরদের মধ্যে বৈঠকের পরও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন্যদিকে মূল্য সমন্বয় করা ও ‘হয়রানি-জরিমানা’ বন্ধের দাবি পূরণ না হওয়ায় আজ থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। গতকাল সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিস জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

কালের কণ্ঠ

গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার

গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। এ ছাড়া কাটা নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ শাস্তি এক লাখ টাকা জরিমানা রাখা হয়েছে। গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট জারি করা হয়।

সমকাল

হালাল পণ্য রপ্তানির বড় বাধা গ্রহণযোগ্য সনদ

স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার কারণে হালাল পণ্যের প্রতি ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোক্তারা ঝুঁকছেন। হালাল পণ্যের বৈশ্বিক বাজার-প্রবৃদ্ধি এমন বার্তা দিচ্ছে। বর্তমানে হালাল পণ্যের বাজারের আকার সোয়া তিন ট্রিলিয়ন ডলারের। বলা হচ্ছে, আগামী এক দশকে এটি হবে প্রায় তিনগুণ। তবে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও হালাল পণ্যের এই বিশাল বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের হালাল পণ্য রপ্তানির পরিমাণ মাত্র ৮৫ কোটি ডলার। 

দেশ রূপান্তর

জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চায় ইসলামাবাদ

পাকিস্তান ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে সম্ভাব্য একটি ‘প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে পরিচালনগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়েও ‘বিস্তারিত আলোচনা’ হয়। চীনের প্রযুক্তি সহায়তা নিয়ে পাকিস্তান যৌথভাবে এই মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে।

বণিক বার্তা

সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতন, বেড়েছে খুন

গণ-অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরের বছর ২০২৫ সালে অপরাধের সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। এছাড়া খুন, দস্যুতা ও মব সন্ত্রাসের মতো গুরুতর অপরাধের ঘটনাও ছিল উল্লেখযোগ্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার প্রভাবেই এ ধরনের অপরাধ বেশি ঘটছে বলে মনে করেন বিশ্লেষকরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পুলিশের মনোবল ফিরিয়ে এনে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

প্রথম আলো

দুই দফায় টাকা পাবেন ব্যক্তি আমানতকারীরা

অবসায়ন বা বন্ধের সিদ্ধান্ত হওয়া ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এ জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে। সরকারের পক্ষ থেকে এই অর্থ জোগান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিশ্রুতি পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর অবসায়নপ্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক।

দেশ রূপান্তর

প্রকল্পের বরাদ্দ নিয়ে ব্যত্যয়

প্রকল্প চলছে, মেয়াদও আছে। অথচ প্রকল্পের বরাদ্দকৃত টাকা খরচ করতে দিচ্ছে না কৃষি মন্ত্রণালয়। এমনটাই ঘটছে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে’। প্রকল্পের ৫০২ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থাকলেও তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আবার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রকল্প অফিসকে সরকারের কাছে টাকা ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এমন সময় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, চাল উৎপাদনের সবচেয়ে বড় মৌসুম হিসেবে পরিচিত বোরো ধানের আবাদ শুরু হয়েছে। এতে ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক।

প্রথম আলো

কাগজেই বাড়ে লক্ষ্যমাত্রা, বাস্তবে বাড়ে না

এক দশক ধরেই নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার কথা বলছে সরকার। ভিন্ন ভিন্ন পরিকল্পনায় লক্ষ্য বাড়ে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়ে না। তাই বারবার পেছায় লক্ষ্যমাত্রা। ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ১০ শতাংশ করার কথা ছিল, যা হয়নি। ২০২৫ সাল পর্যন্ত আরেকটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে অর্জন এখন পর্যন্ত ৪ দশমিক ৬২ শতাংশ।

বণিক বার্তা

রমজানের আগে সব ধরনের ডাল ও খেজুরের পাইকারি বাজার নিম্নমুখী

রমজানকে ঘিরে সাধারণত দেশে ভোগ্যপণ্যের বাজারে বাড়তি চাপ তৈরি হয়। এ সময়ে চালের চাহিদা কিছুটা কমলেও ডাল, ভোজ্যতেল, খেজুর, পেঁয়াজসহ ইফতার ও সাহরির পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, রমজান শুরুর এক-দুই মাস আগেই এসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে এবার বাজার পরিস্থিতি তুলনামূলক ভিন্ন। পেঁয়াজসহ বিভিন্ন ধরনের ডাল ও খেজুরের দাম গত এক মাসে পাইকারি বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। বাজারসংশ্লিষ্টরা আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে রমজান মাসজুড়েই ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে।

সমকাল

ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি

বাংলাদেশকে নিয়েই আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। গতকাল বিসিবিকে পাঠানো ইমেইলে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আইসিসি। সেই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের নিরাপত্তার শঙ্কার জায়গাগুলোও জানতে চেয়েছে। দুবাই থেকে সেই মেইল পাওয়ার পরই বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এর পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার ব্যাপারটি জানিয়ে দেয় বিসিবি। নিজেদের অবস্থান স্পষ্ট করতে আমিনুল ইসলাম বুলবুল জানান, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন তারা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপ বয়কট করা হবে কিনা– জানতে চাওয়া হলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, এ রকম কোনো পরিস্থিতি হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর ২৭ দশমিক ১৯ শতাংশই কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ শতকোটি টাকার বেশি।

কালের কণ্ঠ

বঞ্চিত ৭০০ কর্মকর্তা ক্ষুব্ধ

যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাননি প্রশাসনের অন্তত ৭০০ কর্মকর্তা। এতে তাঁরা চরম ক্ষুব্ধ ও হতাশ। এর মধ্যে অতিরিক্ত সচিব পদে প্রায় ৩০০ জন, যুগ্ম সচিব পদেও প্রায় ৩০০ জন এবং উপসচিব পদে পদোন্নতি চান অন্তত ৭৯ জন কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এই পদোন্নতি অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন তাঁরা।