ঢাকার পার্ক-মাঠের তথ্য তুলে ধরলেন ডিএনসিসির প্রশাসক
ঢাকার পার্ক, মাঠ, গণপরিসরের তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
ফেসবুক পোস্টে একটি ম্যাপের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মাঠ, পার্ক ও গণপরিসর কয়টি? আমাদের (ডিএনসিসি) তালিকাভুক্ত মাঠ ও পার্ক আছে ৩২টি। এর সঙ্গে সরকারি অন্য সংস্থার মালিকানায় রয়েছে আরও অনেকগুলো। এর মধ্যে আমার টিম গত ১০ মাসে ৩১টি মাঠ উদ্ধার করেছে, যা অন্যদের মালিকানাধীন হওয়া সত্ত্বেও দখল হয়েছিল।
বিজ্ঞাপন
সব মাঠ উদ্ধার ও এর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য আমার ভাবনা হচ্ছে—যদি রাজউক, ন্যাশনাল হাউজিং বা গণপূর্ত অধিদপ্তর, ডিএনসিসি, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) অফিস এবং পুলিশের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটি করা যায়, তবে নাগরিকদের সম্পৃক্ত করে শহরের সকল মাঠ ও পার্ক নিয়ে আন্তঃবিভাগীয় সমন্বয় সম্ভব হবে।
গত কর্পোরেশন বোর্ড মিটিংয়ে আমরা এই কাজটি শুরু করতে সফল হয়েছি। উল্লেখ্য, এই কাজ করার আগে আমি আমার সহকর্মীদের দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একটি মাঠ জরিপ করাই। সেখানে কেবল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেই আমরা ১৩৮টি মাঠ ও পার্কের সন্ধান পাই। তবে এর সাথে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে; ২০টি ওয়ার্ডে কোনো মাঠ, পার্ক বা গণপরিসর নেই।
বিজ্ঞাপন
তার মানে ৩৪টি ওয়ার্ডে ১৩৮টি মাঠ ও পার্কের উপস্থিতি পাওয়া গেছে (আমাদের মোট ৫৪টি ওয়ার্ড)। সেটির একটি ম্যাপ তৈরি করা হয়েছে (পোস্টের সাথে আপলোড করা হলো)। এখন কাজ হচ্ছে এগুলোর রক্ষণাবেক্ষণ করা এবং লোকাল এরিয়া স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী ২০টি ওয়ার্ডের জন্য নতুন মাঠ, পার্ক ও গণপরিসরের জন্য ডিপিপি তৈরি করা।
এএসএস/এমজে