প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বিএনপির ‘বিদ্রোহীদের’ বোঝানো হচ্ছে, কাজ না হলে বহিষ্কার

নির্বাচন সামনে রেখে ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হওয়া দলীয় নেতাদের বিষয়ে আপাতত কঠোর ও সংযত—দুই কৌশলে এগোচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়নপত্র জমা দেওয়া এসব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে রাজি করাতে বোঝানো হচ্ছে। এতে কাজ না হলে কঠোর হবে দল।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে দলের এমন মনোভাবের কথা জানা গেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের ‘বিদ্রোহী’ হিসেবে দেখছে বিএনপি।

বণিক বার্তা

এলপিজি ভোগান্তির মধ্যেই ঢাকায় তীব্র গ্যাস সংকট

দেশে গ্যাস ও এলপিজি সংকটের মধ্যেই এবার তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইন। মালবাহী ট্রলারের আঘাতে গত বুধবার এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। পরে এটি মেরামতকালে সঞ্চালন লাইনে পানি প্রবেশ করে। এতে নতুন করে সংকট তৈরি হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই গ্যাস নেই। বিশেষ করে আবাসিক এলাকা, ছোট শিল্পপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ ও বাণিজ্যিক গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

প্রথম আলো

ঢাকা শুধু নামেই মহানগর, দ্রুত বড় হচ্ছে, বাসযোগ্যতা হারাচ্ছে

কনকনে শীত। কাঁঠালবাগানের রাস্তা ফাঁকা। দোকানপাট খোলেনি। বাইরে ঘন কুয়াশা, মৃদু বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে শিশির। অধিকাংশ বাসাবাড়ির মানুষ তখনো লেপ-কাঁথা-কম্বলের নিচে। প্রতিদিনের মতো বেজে ওঠে কলবেল। দরজায় গৃহকর্মী।

তিনি খণ্ডকালীন গৃহকর্মী। রাজধানীর কাঁঠালবাগানের কালভার্ট এলাকার বস্তিতে থাকেন। ৩৫ বছর আগে জামালপুর থেকে বস্তিতে এসে উঠেছিলেন। সেখানেই বিয়ে হয়। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে। তাঁদেরও বিয়ে শেষে ছেলে-মেয়ে হয়েছে। তাঁর মেয়েও একাধিক বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তাঁরা সবাই বস্তিতে থাকেন।

বিবিসি বাংলা

বিএনপি জোটে অবিশ্বাস, জামায়াতের জোটে 'বিভক্তি'

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে।

একটিতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। মূলত: অতীতে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলোসহ বিভিন্ন দলকে নিয়ে আসন সমঝোতার এই জোট হয়েছে।

অন্য নির্বাচনী জোটে আছে জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপিসহ এগারটি দল।

প্রথম আলো

আওয়ামী লীগের ভোট কে পাবে, চলছে নীরব প্রতিযোগিতা, নানা কৌশল

গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। এ নিয়ে আসনভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বলে জানা গেছে।

কালের কণ্ঠ

ভোট ঘিরে অর্থনীতিতে আশা

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা কয়েক বছর ধরেই। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আশা ছিল তা কেটে যাবে। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বেসরকারি খাতে আস্থার সংকট কেটে গিয়ে বিনিয়োগ চাঙ্গা হবে।

বেকারত্ব কমবে। কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বরং ক্ষেত্রবিশেষে আরো খারাপ হয়েছে। তবে আশার কথা হলো, মাত্র এক মাস পরই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।

কালবেলা

এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার ‘সিঁড়ি’ জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন যে সমীকরণ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, এর মূলেই রয়েছে জামায়াত-এনসিপি জোট। হঠাৎ গড়ে ওঠা এই বোঝাপড়া শুধু নির্বাচনের আগ মুহূর্তেই নয়, নির্বাচনোত্তর রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও ‘হট টপিক’ হয়ে উঠেছে। তবে দলটির নেতারা মনে করেন, এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়াটা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতিতে টিকে থাকার জন্য সংসদে নিজেদের প্রতিনিধিত্ব জরুরি।

কালের কণ্ঠ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারে সরকার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে জনমত যাচাইয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের মাধ্যমে প্রচারণা চলছে। এ উপলক্ষে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রথম আলো

অস্ত্রধারী দেহরক্ষী পেলেন চরমোনাই পীর ও সাকি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দিয়েছে সরকার। দেহরক্ষী দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকেও।

অবশ্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে দেহরক্ষী দেওয়া হয়নি। স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইনের (হিরু) আবেদনও নাকচ করা হয়েছে।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো। প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি বা ‘স্বশিক্ষিত’ ৮ শতাংশের ওপরে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্যরা উচ্চশিক্ষিত হলেই যে ভালো করবেন—বিষয়টি এমন নয়। বরং তাঁদের মধ্যে দেশ ও মানুষের ভালো করার মানসিকতা এবং সততা থাকা বেশি গুরুত্বপূর্ণ।

সমকাল

এক বছরে অপহরণ বেড়েছে ৭২%

অপহরণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়েছে। ২০২৫ সালে দেশে অপহরণের ঘটনা ঘটেছে এক হাজার ১০২টি। এর আগের বছর এই সংখ্যা ছিল ৬৪২টি। এই হিসাবে অপহরণের সংখ্যা বেড়েছে ৪৬০টি; শতাংশের হিসাবে ৭১ দশমিক ৬৫।  পুলিশ সদরদপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অপহরণ হয়েছে। ২০২৩ সালে অপহরণের ঘটনা ৪৬৩, ২০২২ সালে ৪৬০ ও ২০২১ সালে ৪৪৫টি।