উদ্বোধন হলো দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির। ল্যাবটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাটির স্বাস্থ্য উন্নত করে টেকসই কৃষি ব্যবস্থা স্থাপনের মাধ্যমে নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডা. কাজী এম বদরুদুজ্জা রিসার্চ সেন্টারে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগে ল্যাবটি স্থাপন করে ওয়েভ ফাউন্ডেশন। পিকেএসএফ-এর রুরাল মাইক্রো-এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় এটি স্থাপন করা হয়েছে।

ল্যাবটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম এবং প্রফেসর ড. এ কে এম রুহুল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, ডিন (পোস্ট গ্রাজুয়েট) ড. সালাউদ্দিন মো. চৌধুরী, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস, পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. মো. সরওয়ার হোসেন, গবেষণা পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান প্রমুখ।

এমজে