রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে থাকা অজ্ঞাত পরিচয় দুটি মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল কাশেম (৪৫) ও মোস্তাফিজ (২৭)। স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।

এ দুজন ছাড়াও বার্ন ইনস্টিটিউটে স্বপন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও জান্নাত (২৩) একজনের মৃত্যু হয়।

পরিচয় শনাক্ত হওয়া দুজনের মরদেহ বার্ন ইন্সটিটিউটের মর্গে রাখা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।

পরিচয় পাওয়া নিহত মোস্তাফিজের দুলাভাই সাইফ ঢাকা পোস্টকে বলেন, আমার শ্যালক কবি নজরুল কলেজে পড়ে। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে খুঁজতে খুঁজতে বার্ন ইনস্টিটিউটে এসে তাকে খুঁজে পাই। গতকাল (রোববার) সে বাসে শনির আখাড়ায় বাসায় ফিরছিল। কিন্তু সে আর কোনো দিন বাসায় ফিরতে পারবে না। 

তিনি জানান, মোস্তাফিজের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার যশোরা গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

নিহত আবুল কাশেমের ভায়রা জালালউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সে আজমেরী গাড়ির চালক। ওই গাড়ির মালিকও সে। বাসায় না ফেরায় আমরা রাত থেকে তাকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। গতকাল মগবাজার বিস্ফোরণে তিনি মারা যান। পরে আমরা ইনস্টিটিউটের মর্গে গিয়ে তার পরিচয় শনাক্ত করি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে চিকিৎসাধীন একজন মারা গিয়েছিল। আর দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। রাতেই মো. স্বপন নামে একজনের পরিচয় পাওয়া গিয়েছিল। আর বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার তাদের পরিচয় পাওয়া গেছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুল রশিদ ও পরিদর্শক (ওয়্যার হাউজ) দেবব্রত মন্ডল।

আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসএএ/এসএসএইচ