সিনিয়র সচিব মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৮ জুন)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন মোহসীন চৌধুরী। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থেকে গত বছরের ২৯ জুন সকাল নয়টায় তিনি মারা যান। হাসপাতালে থাকা অবস্থায় গত বছরের ১৪ জুন সিনিয়র সচিবের মর্যাদা পান তিনি।
বিজ্ঞাপন
প্রয়াত মোহসীন চৌধুরীর পরিবারের পক্ষে তার ছোট ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তার ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোহসীন চৌধুরী ১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্ম নেন। তার বাবা ভাষাসৈনিক প্রয়াত আহমদ হোসেন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। পরে ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন তিনি।
বিজ্ঞাপন
বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা মোহসীন চৌধুরী। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন মোহসীন চৌধুরী। সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে তিনি সুনাম অর্জন করেন।
এ পর্যন্ত জনপ্রশাসনে করোনায় মৃত্যুবরণকারী সর্বোচ্চ কর্মকর্তা তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহসীন চৌধুরী স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় মরহুমের স্মরণে ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠান ও মাগফিরাত কামনায় দোয়া কর্মসূচি পালন করবে। পারিবারিক উদ্যোগেও তার গ্রামে দোয়া কর্মসূচি নেওয়া হয়েছে।
এনএম/আরএইচ