ডাকাতির প্রস্তুতিকালে ‘আনকান গ্যাং’য়ের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ‘আনকান গ্যাং’য়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে (র্যাব)। গত সোমবার (২৮ জুন) রাতে র্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আনকান গ্যাংয়ের সদস্যরা হলেন : মো. সাকিব হোসেন ওরফে আনকান (২০), মো. রাকিব হাসান (১৯), মো. মাছুদ মোল্লা (১৯), মো. ফরহাদ (১৯), রাজু আহমেদ (১৯), নাদিম হাসান (১৮), ইমরান হোসেন (১৮) ও মাসুম বিল্লাহ (১৮)। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা, ২টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি চাকু ও ২৪টি আতশবাজি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অপরাধীরা স্থানীয় ‘আনকান গ্যাং’ এর সদস্য। তারা মহাখালীর বাসস্ট্যান্ড ও রেলগেট এলাকায়, জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের ঘিরে ধরে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ সঙ্গে বহন করা সামগ্রী ছিনিয়ে দ্রুত পালিয়ে যেত।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি