রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ‘আনকান গ্যাং’য়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে (র‌্যাব)। গত সোমবার (২৮ জুন) রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আনকান গ্যাংয়ের সদস্যরা হলেন : মো. সাকিব হোসেন ওরফে আনকান (২০), মো. রাকিব হাসান (১৯), মো. মাছুদ মোল্লা (১৯), মো. ফরহাদ (১৯), রাজু আহমেদ (১৯), নাদিম হাসান (১৮), ইমরান হোসেন (১৮) ও মাসুম বিল্লাহ (১৮)। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা, ২টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি চাকু ও ২৪টি আতশবাজি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অপরাধীরা স্থানীয় ‘আনকান গ্যাং’ এর সদস্য। তারা মহাখালীর বাসস্ট্যান্ড ও রেলগেট এলাকায়, জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের ঘিরে ধরে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ সঙ্গে বহন করা সামগ্রী ছিনিয়ে দ্রুত পালিয়ে যেত।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এসকেডি