শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি)। বৃহস্পতিবার (১ জুলাই) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ১৮৭ ঢাকা-১৪ ও ২৫৩ কুমিল্লা-৫ থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য যথাক্রমে আগাখান মিন্টু ও আবুল হাসেম খানকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে আগাখান মিন্টু ও জনাব আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এইউএ/ওএফ