পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশ
করোনাভাইরাসের চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে।
এতে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারির (কোভিড-১১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়ােজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২০২১-২২ অর্থবছরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘৩২৪৪১০-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
১) শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২৪৪১০১-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে।
২) সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে এবং
বিজ্ঞাপন
৩) সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
এসএইচআর/এসকেডি