আমেরিকা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ায় : আর্ল মিলার
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, আমেরিকান জনগণ বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা বিনামূল্যে দিচ্ছে। এর মধ্যে সাড়ে ১২ লাখ ইতোমধ্যে এসে গেছে। বাকি সাড়ে ১২ লাখ সকালে আসবে। আমরা একটি মাত্র উদ্দেশ্য নিয়ে টিকাগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে ভাগ করে নিচ্ছি, সেই উদ্দেশ্যটি হলো মানুষের জীবন বাঁচানো। কারণ এটিই হলো সঠিক কাজ। আমেরিকানরা সব সময় মানুষের প্রয়োজনে ও বিপদে তাদের পাশে দাঁড়ায়।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা বাংলাদেশকে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আর্ল মিলার বলেন, দুটি বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে আড়াই মিলিয়ন ডোজ মডার্নার টিকা বাংলাদেশে আসছে। প্রথম বিমানটি আজ রাতে ঢাকায় অবতরণ করল এবং অপর বিমানটি পৌঁছাবে প্রায় আট ঘণ্টা পরে, সকালে।
তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্য, ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাই এবং যা করার দরকার, সেটা করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের করোনা মোকাবিলায় সহায়তার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশ। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এই সহায়তার মধ্যে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, ১২০০ পালস অক্সিমিটারসহ বাংলাদেশব্যাপী কর্মরত সম্মুখসারির হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের জন্য ২০ লাখের বেশি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, ৫০ লাখ সার্জিকেল মাস্ক এবং ৫২,০০০ জোড়া সুরক্ষামূলক গগলস রয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আজ রাতে ও কয়েক ঘণ্টা পর বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে আসা টিকার এই অনুদান শুরু মাত্র। যুক্তরাষ্ট্র জরুরিভিত্তিতে বাংলাদেশে দ্রুততার সঙ্গে বেশি নিরাপদ ও কার্যকর টিকা পৌঁছানোর গুরুত্ব জানে ও বুঝতে পারে। আমরা জানি বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, ভাইরাসের নতুন ধরন তৈরি হওয়া থামাতে এবং বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনে বিশ্বের সর্বত্র মানুষকে দ্রুততার সঙ্গে টিকাদান করতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এবং ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার গোলাম মাওলা প্রমুখ।
টিআই/এসএসএইচ