গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর শনির আখড়ার হাজী মসজিদ এলাকায় একটি গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৩৯) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় জালালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের স্ত্রীর বড় বোন নাজমা ঢাকা পোস্টকে জানান, যাত্রাবাড়ীর শনির আখড়ার বারেকের গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জালাল উদ্দিন। পরে অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/আরএইচ
বিজ্ঞাপন