২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মদক্ষতা চুক্তি (এপিএ) এবং জাতীয় স্বচ্ছতা কৌশল (এনআইএস) পুরস্কার পাচ্ছেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে তাকে পুরস্কার দেওয়া হবে।

৬টি আইএমটি (ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি), ৬৪টি টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার), ৪টি বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ৪২টি ডিইএমও (জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস) এবং ৪টি শিক্ষানবিশ প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের মধ্যে থেকে তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে।

করোনা মহামারির বছরজুড়ে একাধিক ধারাবাহিক কাজে দক্ষ নেতৃত্ব এবং কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে দেবব্রত ঘোষ বলেন, এপিএ এবং এনআইএস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে অত্যন্ত আনন্দিত আমি। বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম স্যারের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি যেন আরও দায়িত্বশীল, প্রতিশ্রুতিবদ্ধ,আত্মনির্ভরশীল, লক্ষ্যকেন্দ্রিক এবং জনবান্ধব হতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

এসএইচআর/এসকেডি