সিলেট-৩ উপনির্বাচন
রিটার্নিং-সহকারী রিটার্নিং অফিসারকে সহায়তার নির্দেশ ইসির
সিলেট-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে সহায়তা করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন প্রশাসন শাখার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে ইসি জানায়, জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ সংক্রান্ত আদেশটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট জেলা প্রশাসককে এ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বালাগঞ্জের ইউএনও এবং ফেঞ্চুগঞ্জের ইউএনওকে এ উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইসির আদেশে বলা হয়, এ শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং অফিসারকে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য এবং সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করে সার্বিক সহযোগিতার লক্ষ্যে গোপালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সহকারী রিটার্নিং অফিসারকে সার্বক্ষণিক সহায়তা করার জন্য উল্লিখিত শূন্য আসন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারদের এবং ওসমানিনগর উপজেলা নির্বাচন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। তবে লকডাউনের কথা বিবেচনা করে প্রচারণার বিষয়টি পরে জানাবে ইসি।
বিজ্ঞাপন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআর/এসএম