করোনার কাছে হেরে গেলেন মাদক নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক
আবুল আলা মো. হাফিজুর রহমান
জীবনযুদ্ধে করোনাভাইরাসের কাছে হেরে চিরবিদায় নিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মেধাবী অফিসার ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবুল আলা মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (৬ জুলাই) রাত ৮টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে অধিদফতরে যোগদান করেছিলেন। ২১ বছরের কর্মজীবনে তিনি বরিশাল, রাজশাহী ও যশোরসহ বিভিন্ন অধিদফতরে চাকরি করেছেন। এছাড়াও তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়া তৈরির ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে ডিএনসি পরিবার শোক প্রকাশ করেছে।
এআর/ওএফ