স্লোভাকিয়ার প্রেসিডেন্ট ঝুঝানা কাপুটোভার কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত। আজ শুক্রবার (৯ জুলাই) অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (৭ জুলাই) দেশটি রাজধানী ব্রাতিস্লাভায় প্রেসিডেন্টশিয়াল প্যালেসে পরিচয়পত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা স্লোভাকিয়ার প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন।

পরে রাষ্ট্রদূত আব্দুল মুহিত স্লোভাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রোমান বোজেকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ, নিউক্লিয়ার এনার্জি, শিক্ষা খাত, জলবায়ু ইস্যু, কোভিড-১৯ ইস্যুসহ রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ও বোজেকের। বৈঠকে রাষ্ট্রদূতকে সহায়তা করেন মিশন উপ-প্রধান রাহাত বিন জামান।

উল্লেখ্য, রাষ্ট্রদূত আব্দুল মুহিত অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এনআই/এইচকে