করোনা মহামারিতে কঠোর লকডাউনের মধ্যে বিভিন্ন দেশে আটকে পড়া ৪২ হাজার ১৮১ জন অভিবাসীকে দেশে ফেরাতে সহায়তা করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা-আইওএম। এর মধ্যে ১ হাজার ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরার ক্ষেত্রে সহায়তা করেছে আইওএম।  

শনিবার (১০ জুলাই) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেন্ট (আইওএম) এ তথ্য জানায়।

আইওএম জানায়, ২০২০ সালে আইওএম ৪২ হাজার ১৮১ জন অভিবাসীকে স্বেচ্ছায় দেশে ফেরাতে সহায়তা করেছে। যা ২০১৯ সালের তুলনায় শতকরা ৩৫ ভাগ বেশি।

সংস্থাটি জানায়, ৪ হাজার ৩৮ জনকে আইওএমের স্বেচ্ছাসেবীর অধীনে লিবিয়া এবং ইয়েমেন থেকে মানবিক রিটার্ন (ভিএইচআর) কর্মসূচির আওতায় দেশে ফেরানো হয়। পাশাপাশি কোভিড-১৯ রিটার্ন টাস্কফোর্সের আওতায় ১ হাজার ১০০ জন অভিবাসীকে দেশে ফিরতে সহায়তা করা হয়। 

আইওএম জানায়, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের দেশগুলো ১৬ হাজার ৬৪৯ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফিরতে সহায়তা করে। এদের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয় নাইজারে, দেশটিতে ৯ হাজার ৯৬ জন অভিবাসীকে ফেরাতে সহায়তা করে আইওএম।

এনআই/এসকেডি