ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজের জন্য লাঙ্গলবন্দ সেতুতে যান চলাচল রোববার (১২ জুলাই) সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত আংশিক বন্ধ থাকবে। এরপর থেকে সেতুটি ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।

রোববার (১১ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ১৭ কিলোমিটার কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ করা হবে।

সেতু বন্ধ থাকায় হালকা যানবাহনের জন্য মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

একই সময়ে ভারী যানবাহনের জন্য কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল- ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রুট ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পিএসডি/এমএইচএস