সিলেট-৩ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের সংশোধিত প্রজ্ঞাপন জারি করে করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। 

মঙ্গলবার (১৩ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ সম্বলিত গত ৩ জুলাইয়ে জারি করা ও ৬ জুলাইয়ে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

এর আগে সংশোধিত প্রজ্ঞাপনে সিলেট জেলা প্রশাসককে এ উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয় ইসি। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে এ আসনের উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছিল ইসি। মঙ্গলবারের সংশোধনী প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পরিবর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন। ৭ জুলাইয়ের পর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মেনে প্রচার-প্রচারণা করতে পারবে। তবে শারীরিকভাবে উপস্থিত থেকে কোনো সভা-সমাবেশ করা যাবে না। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশনা রয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব মো. ফরহাদ আহম্মদ খান। ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর/ওএফ