রাজধানীর পল্টন থানার জোনাকি সিনেমা হলের পাশে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আলাউদ্দিন বেপারী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।পরে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় ওই ব্যক্তি মারা যান।

নিহত আলাউদ্দিনের ছেলে সাকিব ঢাকা পোস্টকে জানান, আমার বাবা পল্টন এলাকায় আজিজ ফ্যাশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বাবা ওনার ভাগিনা আবু সাইদের মালিবাগের বাসায় থাকতেন। সকাল সাড়ে নয়টার দিকে ভাগিনার সঙ্গে রিকশায় করে জোনাকি সিনেমা হলের সামনে নামেন বাবা। এরপর রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল বাবাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাবা গুরুতর আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে একজন পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান বাবা।

তাদের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানা এলাকায় বলেও জানান সাকিব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস